মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজ

 

বগুড়া জেলার অর্ন্তগত সারিয়াকান্দী উপজেলা বাঙ্গালী নদীর অববাহিকায় অবস্থিত প্রাচীন গ্রাম নারচী।প্রত্যেক গ্রাম বা লোকালয়ে থাকে কোন না কোন একটি ঐতিহাসিক পরিবার যাদের  ত্যাগ ও কঠোর পরিশ্রমের বিনিময়ে গ্রামটির সুনাম ও সুখ্যাতি ছরিয়ে পড়ে।

তেমনি উক্ত গ্রামের একটি ঐতিহাসিক তরফদার পরিবার রয়েছে।র্দীঘদিন তাদের  ত্যাগ্ও পরিশ্রমের বিনিময়ে ১৯০১ সালে অএ গ্রামে তদান্তিমুল বৃটিশ শাসন আমলের র্পালামেন্ট মেম্বার প্রজাবিদ্যালয়বন্ধু রজিব উদ্দিন তরফদার সাহেবের প্রচেষ্টায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং পরবতীতে তারই প্রচেষ্ঠায় সেটি সরকারীকরন হয়।

সেই ধারাবাহিকতায় একই পরিবারের জামাতা মরহুম আলহাজ মফিজুর রহমান স্ওর এর দশকে তর সহধর্মীনি মাজেদা রহমানের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন যার নাম করন করা হয় মাজেদা রহমান উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি  হাটি হাটি পা পা করে প্রায় অর্ধ শতাব্দী পার হতে চলেছে।
ততকালীন সারিয়াকান্দী সোনাতলার মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান সাহেবের সহযোগিতায় একই বংশের সন্তান জনাব আলহাজ আবুল কালাম আজাদ ২০১৩ সালে উক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (কলেজ শাখায়) উন্নীত করেন এবং উক্ত কলেজ শাখা ০৬/০৭/২০২২ইং তারিখে এমপিওভূক্তির অন্তর্ভূক্ত হয়। বর্তমানে মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজটি সুনামের সহিত পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক